Home » জাতীয় যুব জোটের উদ্যোগে ফুটবল বিতরণ

জাতীয় যুব জোটের উদ্যোগে ফুটবল বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
570 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

যুবর লড়বে,আলোর পৃথিবী গড়বে,এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়বাদী সমাজতান্ত্রিক দল-জাসদ এর যুবজোট নেতা চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরু-উছ-সাফা প্লাবণ বারাদি ইউনিয়ানের ০৬-০৭ নম্বর ওয়ার্ডের যুবদলের মাঝে ফুটবল বিতরণ করেন। আজ বুধবার তার ব্যক্তিগত উদ্যোগে এক ফুটবল বিতরণ করেন।

বাংলাদেশের জাতীয়বাদী সমাজতান্ত্রিক দল-জাসদের যুবজোট নেতা মোঃ নুরু-উছ-সাফা প্লাবণ বলেন,ফ্রী ফায়ার,পাবজি গেমস, এবং মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে মুক্ত করতে হলে, আমাদেরকে খেলাধুলায় আগ্রহী হতে হবে। সেই সাথে অভিভাবকদের সচেতন হতে হবে আমার সন্তান কাদের সাথে মিশছে আমার সন্তান খারাপ রাস্তায় হাঁটছে কিনা, যতদিন পর্যন্ত অভিভাবক সচেতন না হবে ততদিন আমরা এর থেকে মুক্তি পাবো না বলে আমি মনে করি ।আমি চাই নবগঠিত বারাদি ইউনিয়ন হবে যুব বান্ধব নারী বান্ধব মোটাদাগে জনবান্ধব পরিষদ যেখানে স্বচ্ছতা ,এবং জবাবদিহিতা থাকবে। প্লাবন ভাই আরো বলেন ,রক্ত দিয়ে শোধিব ঋণ মশাল মার্কায় ভোট দিন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন