Home » জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পন

জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পন

কর্তৃক xVS2UqarHx07
153 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বেদনার দিন। জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পন।

সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশেষভাবে তৈরি মঞ্চে সর্বপ্রথম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান পুষ্পমাল্য অর্পণ করেন এর পরপরই জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়াও মেহেরপুর জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেররপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌরসভা এবং মেহেরপুর জেলা যুবলীগের পক্ষে, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার পক্ষে, মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের পক্ষে জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট এর পক্ষে রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা,মেহেরপুর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, জাতীয় মহিলা সংস্থার পক্ষে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, টিটিসি’র পক্ষে টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার,মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা মৎস্য অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মেহেরপুর জেলা ক্রীড়া অফিস, জেলা ক্রীড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমী, মেহেরপুর পাবলিক লাইব্রেরী, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ, কৃষি বিভাগ,মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ, মেহেরপুর জেলা ছাত্রলীগ, যুব মহিলা লীগ,পিটিআই, বাউবি, গণপূর্ত বিভাগ, ব্রাক মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুস্পমাল্য অর্পণ করা হয়।

পরে সেখানে ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় সেখানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, লিংকন বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালিকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন