Home » ঝিনাইদহে তিনদিন পর করোনা উপসর্গে ১জনের মৃত্যু

ঝিনাইদহে তিনদিন পর করোনা উপসর্গে ১জনের মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
255 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

ঝিনাইদহে তিনদিন পর আজ করোনা উপসর্গে ১জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৩ জন। জেলায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেকটায় কমে গেছে। তবে সুস্থতার হার বেড়েছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘটায় ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৬৪ জনে দাঁড়াল। এদের মধ্যে সব চেয়ে বেশি মৃত্যু হয়েছে সদরে ২১৩, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৯, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৭ ও মহশপুরে ৭ জন।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১৪৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৩ জনের পজেটিভ এসেছে। আক্রান্তের হার ১৫.৯৭% ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালা ৯,১৯৫ জন। এছাড়াও করোনার সাথে লড়াই করে মোট জেলায় সুস্থ হয়েছে ৮০৫৬ জন।

ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ১০ ও আইসোলেশনে ৯জন রয়েছে এবং উপজলাগুলিতে মোট ভর্তি ১৫ জন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন