Home » ঠাকুরগাঁওয়ে অষ্টম শ্রেণির ছাত্রকে বেধর মারপিটের বিচারের দাবীতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে অষ্টম শ্রেণির ছাত্রকে বেধর মারপিটের বিচারের দাবীতে মানববন্ধন

কর্তৃক xVS2UqarHx07
214 ভিউজ

ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি সুমনা সাথীঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়দেশ্বরীহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নরনবীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেন ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী।

৩০ শে মার্চ বুধবার সকালে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বড়দেশ্বরী বাজার মোড়ে এ মানববন্ধন করেন ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমীন, সাবেক ইউপি সদস্য আরফান আলী, ইউপি সদস্য ওসমান আলী ওহাব, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শহিদ, মাইনউদ্দীন প্রমূখ।

উল্লেখ্য যে বড়দেশ্বরী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীসহ ৪ জনের বিরুদ্ধে। হামলার শিকার নুর নবির চাচা বাদি হয়ে ঠাকুরগাঁওয়ে আদালতে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ শে মার্চ বড়দেশ্বরী উচ্চ বিদ্যালয়ে ২৬ মার্চ উপলক্ষে এক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠান চলাকালীন নৈশ প্রহরী ফেরদৌস সহ মুরাদ, মন্টু ও রফিকুল ইসলাম অষ্টম শ্রেণির শিক্ষার্থীর কথা কাটা হইলে উক্ত কথা কাটাকাটির জের ধরে প্রহরীসহ ৪ জন মিলে আনুমানিক ৮ঃ৩০ মিনিটে হত্যা উদেশ্য বাঁশের লাঠি সহ এলোপাথাড়ি মারপিট করেন এতে শিক্ষার্থী নুর নবীর শরীরের বিভিন্ন স্থানে অনেক জখম হয় ও মাটি পরে গেলে আরো বেশি এলোপাথাড়ি কিল,ঘুষি মারতে থাকে ও অষ্টম শ্রেণির পড়ুয়া ছাত্র কে হুমকি দিয়ে বলে এই মারপিটের ফাস হলে বা কোথাও অভিযোগ করে প্রানে মেরে ফেলবে ও সে সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায় পরে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।

এসময় বক্তারা হামলাকারীর শাস্তি এবং বড়দেশ্বরী হাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল এর অপসারণের দাবি তোলেন।

এদিকে অভিযুক্ত রফিকুল ইসলাম এবং বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল সেখানে বিদ্যালয়ের সভাপতি দেবাশীষ দত্ত সমীর উপস্থিত ছিলেন, অনুষ্ঠান চলাকালীন সময়ে হাতাহাতির ঘটনা ঘটে যা একটি বিছিন্ন ঘটনা ।

এই বিষয় ভুক্তভোগীর পরিবার এখনো আমাকে লিখিত কোন অভিযোগ করেনি তবে আমি ঘটনার পরিপ্রেক্ষিতে নিজ উদ্যোগে সমাধানের চেষ্টা করতেছি।

আজকে আরও সমাধানের জন্য বসার কথা ছিল কিন্তু আজকে আবার তারা মানববন্ধন করল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন