Home » ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কর্তৃক xVS2UqarHx07
192 ভিউজ

ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আলমগীর:

“মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই শ্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সদর উপজেলার গোবিন্দনগরস্থ ইএসডিও’র প্রেমদীপ প্রকল্প অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় সভায় প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার ঝরনা বেগমের সভাপতিত্বে ব প্রধান অতিথি বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা এনএনএমসি নেটওয়ার্কের কার্যকরী সদস্য আশরাফ হোসেন, প্রকল্পের টিভেট এন্ড ইয়্যুথ ডেভলপমেন্ট অফিসার শাহিন প্রমুখ।
আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদ, ঠাকুরগাও জেলা শাখা, আদিবাসী ছাত্র পরিষদ, বাংলাদেশ আদিবাসী উড়াও ছাত্র সংগঠন ও হরিজন ঐক্য পরিষদ ঠাকুরগাও এর প্রতিনিধিবৃন্দ এবং সদর উপজেলার বিভিন্ন আদিবাসী ও দলিত কমিউনিটির গ্রাম উন্নয়ন কমিটি’র নেতৃবৃন্দ অংশ নেন। এতে আদিবাসী ও দলিত কমিউনিটির দুর্যোগ প্রসমনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন