Home » ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
216 ভিউজ

সুমনা সাথী ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ছয়টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে চৌরাস্তায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু,রাসেল,গোলাম সারওয়ার সম্রাট, ফরিদুল ইসলাম রঞ্জুসহ জেলার কর্মরত মিডিয়া কর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,সারা দেশ সহ ঠাকুরগাঁওয়ে নিয়মিত সাংবাদিকদের উপর হামলা চলছে যার কোন সঠিক বিচার হচ্ছেনা। আজ দুপুরে সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে এর কারণ কি? সত্য লিখতে গিয়ে,সত্য প্রকাশ করতে গিয়েই এই হামলার শিকার হয়েছে তারা। অতি শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় না নিয়ে আসলে আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটায় সেনুয়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল মার্কার মতিউর রহমান মতির সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশংকায় তারা সেখানে নিউজ সংগ্রহে যান।কিন্তু ভিডিও ফুটেজ ধারণ কালে নৌকা সমর্থকরা আচমকা সাংবাদিকদের উপর লাঠি-সোঁটা নিয়ে হামলা করে বসে। গুরুতর আহত অবস্থায় তানভীর হাসান তানু সোহেল রানা ও হিমেল তালুকদারকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন