নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে ১কেজি গাঁজাসহ রিপন আলী (৩০) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশের একটিদল। আটককৃত রিপন গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের হারেজ উদ্দীনের ছেলে। রিপন একজন মাদক ব্যবসায়ী বলে মেহেরপুর জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানাে হয়েছে ।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মাইলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে রিপনকে আটক করে মেহেরপুর জেলা ডিবি পুলিশ।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মাইলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে রিপনকে আটক করা হয়। এসময় রিপনের কাছ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।