Home » ঢাকা থেকে নিখোঁজ শিশু আবু সাঈদ মা-বাবার কোলে ফিরল।

ঢাকা থেকে নিখোঁজ শিশু আবু সাঈদ মা-বাবার কোলে ফিরল।

কর্তৃক ajkermeherpur
26 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার জিরানি বাজার থেকে নিখোঁজ হওয়া ১২ বছরের শিশু আবু সাঈদ অবশেষে বাবা-মায়ের কোলে ফিরেছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে পাবনায় স্থানীয় যুবক এস এম সবুজের সহযোগিতায় বাবা আব্দুল মজিদ ও মা সাহিদা বেগম তাকে বুকে জড়িয়ে নেন।

তথ্য অনুযায়ী, রোববার সকালে মায়ের পিছু পিছু বাসা থেকে বের হয় আবু সাঈদ এবং আর বাড়ি ফেরেনি। সন্ধ্যায় পাবনার ভাটাপাড়া লঞ্চঘাট এলাকায় কান্নাকাটি করতে থাকা অবস্থায় তাকে দেখতে পান স্থানীয় যুবক এস এম সবুজ। শিশুটি বাবা-মায়ের নাম ও গ্রামের নাম জানালেও সঠিক ঠিকানা বলতে পারেনি। পরে সবুজ তাকে নিজ বাড়িতে রাখেন এবং ফেসবুকে ছবিসহ পোস্ট দিয়ে শিশুটির খোঁজ শুরু করেন।

পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে গাইবান্ধার সাদুল্লাপুরের ব্যবসায়ী এস কে রঞ্জন দোলনের। দোলন জানান, ‘ফেসবুক পোস্ট দেখে আমি দ্রুত যমুনা টিভির সাংবাদিক জিল্লুর রহমান পলাশকে বিষয়টি অবগত করি। শিশুটি গ্রামের জামুডাঙ্গা মন্ডলপাড়ার বাসিন্দা। পরে পলাশ শিশুটির বাবার সঙ্গে যোগাযোগ করে।’

সাংবাদিক জিল্লুর রহমান পলাশ বলেন, ‘রাতেই মোবাইল নাম্বার সংগ্রহ করে শিশুটির বাবা আব্দুল মজিদের সঙ্গে কথা বলি। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, সারাদিন খুঁজেও ছেলের কোনো খোঁজ পাননি। পরে শান্তনা দিয়ে বলি, পাবনায় এস এম সবুজের কাছে আপনার ছেলে নিরাপদে আছে।’

এস এম সবুজ বলেন, ‘শিশুটি কান্না করতে দেখে আমি বাসায় নিয়ে আসি। ফেসবুকে পোস্ট দেওয়ার পর এস কে রঞ্জন দোলনের মাধ্যমে সাংবাদিক পলাশের সঙ্গে যোগাযোগ হয় এবং পরিচয় নিশ্চিত হয়। সোমবার সকালে বাবা-মা আসলে তাদের হাতে শিশুটিকে তুলে দিই।’

শিশুটির বাবা আব্দুল মজিদ আবেগঘন কণ্ঠে বলেন, ‘দিনভর খুঁজেও ছেলের সন্ধান পাইনি। ভেবেছিলাম হয়তো আর ছেলেকে পাব না। কিন্তু রাতে সাংবাদিক পলাশের হঠাৎ ফোন পেয়ে স্ত্রীকে নিয়ে দ্রুত পাবনার উদ্দেশ্যে রওনা দিই।’

তিনি আরও জানান, ‘বর্তমানে আবু সাঈদকে নিয়ে আমরা পাবনার তেবুনিয়া বাজার এলাকার চাচা শফিউল ইসলামের শশুরবাড়িতে অবস্থান করছি। মঙ্গলবার সকালে স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকায় ফিরে যাবো।’

নিখোঁজের অল্প সময়ের মধ্যে শিশুকে ফিরে পাওয়ায় বাবা-মা এস এম সবুজ, সাংবাদিক পলাশ, ব্যবসায়ী এস কে রঞ্জন দোলনসহ যারা ফেসবুক পোস্ট ও খোঁজখবরের মাধ্যমে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

শিশু আবু সাঈদের বাবা আব্দুল মজিদ পেশায় রাজমিস্ত্রি। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা (মণ্ডলপাড়) গ্রামের বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি ঢাকার জিরানি বাজার এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করছেন। আবু সাঈদের মা সাহিদা বেগম স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন