Home » তারিনীপুরে বাচ্চাদের কথাকাটাকাটির সূত্র ধরে একজন কে পিটিয়ে জখম থানায় অভিযোগ

তারিনীপুরে বাচ্চাদের কথাকাটাকাটির সূত্র ধরে একজন কে পিটিয়ে জখম থানায় অভিযোগ

কর্তৃক xVS2UqarHx07
126 ভিউজ

জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনীপুর গ্রামে দুই পরিবারের বাচ্চাদের মধ্যে তর্ক বিতর্কর একপর্যায়ে ইদ্রিস (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে ঐ ব্যক্তির বাড়ির পাশে পড়শী বিবাদী গণ।

অভিযোগ সূত্রে জানাগেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদার তারিনীপুরের বাদী, ইদ্রিসের ছেলে ইসমাইল (৯)ও বিবাদী, মজিবুল শাহ্ র, ছেলে সোহেল (১০)এর সহিত কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক হয় তারপর তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বাদী বিলকিস (৩৫) জানান এ
ঘটনার পরিপেক্ষিতে উক্ত বিবাদীগণ আমার বাড়ির সামনে রাস্তার উপর আসিয়া আমাদেরকে
অকথ্য ভাষায় গালি গালাজ করিতে থাকে তখন আমার স্বামী ইদ্রিস ওরফে কারু তাহাদেরকে গালি
গালাজ করিতে নিষেধ করিলে ১নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়া আমার স্বামীর মাথায়
আঘাত করিয়া কাটা রক্তাক্ত গুরত্বর জখম প্রাপ্ত করে তারপর ২নং বিবাদী আমার স্বামীর পিঠে ও
চোখের বাম কোন এবং ডান হাতের আঙ্গুলে লোহার রোড দিয়া বেধড়ক মারপিট করিয়া শরীরের
বিভিন্ন অংশে নিলাফোলা, কালশিরা ও জখম প্রাপ্ত করে। অতঃপর আমি ঠেকাইতে গেলে উক্ত
বিবাদীগণ আমাকেও বেধড়ক মারপিট করিয়া শরীরের বিভিন্ন অংশে নিলাফোলা ও জখম প্রাপ্ত
করে।

পুনরায় ২নং বিবাদী আমার বড় ছেলে বিপ্লবকেও এলোপাতাড়ি মারপিট করিয়া শরীরের
বিভিন্ন অংশে নিলাফোলা ও জখম করে এবং বিভিন্ন ধরণের ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি ধামকী
প্রদান করতে থাকে। উক্ত ঘটনার প্রত্যক্ষ সাক্ষী গণের সাক্ষতে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করি। এসময় আরও স্থানীয় লোকজন ঘটনাটি জানেন। তারপর স্থানীয় লোকজন বিবাদীদের কবল হইতে আমাদেরকে উদ্ধার করিয়া আমাদেরকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এবিষয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন থানায় একটি অভিযোগ হয়েছে। আমরা অভিযোগ সূত্রে আইন গত ব্যবস্থা নিবো।

০ মন্তব্য

You may also like

মতামত দিন