Home » তারেক রহমান কবে ফিরবেন, সেটা তার পারিবারিক সিদ্ধান্ত: খসরু।

তারেক রহমান কবে ফিরবেন, সেটা তার পারিবারিক সিদ্ধান্ত: খসরু।

কর্তৃক ajkermeherpur
48 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অতি আগ্রহ দেখানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “তিনি কবে দেশে ফিরবেন— এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত। এ নিয়ে আলোচনায় লাভ নেই।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরে আসছেন— এমন আলোচনার বিষয়ে আমীর খসরু বলেন, “এ রকম কোনো তথ্য আমার জানা নেই; আমাদের মিটিংয়েও এ বিষয়ে কিছু হয়নি।”

সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়ার কথা কেন বলা হচ্ছে— এ প্রশ্নে তিনি জানান, “আমি জানি না কেন সরকার এমন বলছে। যারা দাবি করছে, তাদেরই জিজ্ঞেস করা উচিত।”

তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না— জানতে চাইলে তিনি বলেন, “রাজনীতি এত সহজে প্রভাবিত হয় না। বিএনপি একটি জনপ্রিয় দল, জনগণের আস্থাই আমাদের শক্তি। খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়াউর রহমানের প্রতি জনগণের আস্থা বারবার প্রমাণিত হয়েছে— ভবিষ্যতেও হবে।”

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট প্রসঙ্গে আমীর খসরু বলেন, “মোদি একা নন; বিশ্বের নানা প্রান্ত থেকে অনেকেই তার সুস্থতা কামনা করেছেন। গণতন্ত্র ও দেশের মানুষের জন্য খালেদা জিয়ার ভূমিকা বিশ্বব্যাপী স্বীকৃত।”

০ মন্তব্য

You may also like

মতামত দিন