Home » তাহিরপুরে প্রকল্প সমাপনী ও সিবিওতে তহবিল হস্থান্তর।

তাহিরপুরে প্রকল্প সমাপনী ও সিবিওতে তহবিল হস্থান্তর।

কর্তৃক xVS2UqarHx07
180 ভিউজ

শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা তাহিরপুরে রিকল-২০২১ স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রকল্প সমাপনী ও সিবিওতে তহবিল হস্থান্তর সভা অনুষ্টিত হয়েছে।

৭ই মে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ১০ টি সিবিও’র সভাপতিদের নিকট ৯০ হাজার টাকা করে ৯ লক্ষ টাকার চেক বিতরণ করেন।

অনুষ্টানের প্রধান অতিথি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

রিকল-২০২১ স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রকল্প উপজেলা সমন্বয়কারী কল্যাণ রেমা’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভুইয়া,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ.উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি বাবরুল হাসান বাবলু,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ,শওকত হাসান,শঙ্কর চন্দ।

নারীদের তৃণমূল সংগঠনের মধ্য থেকে বক্তব্য দেন ওযুদা বেগম,ফজিলত বেগম ও রহিমা খাতুন প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন