Home » তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কর্তৃক xVS2UqarHx07
227 ভিউজ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্থবক অর্পন করেন উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,থানা পুলিশ,উপজেলা ছাত্রলীগ,ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ সমিতি ও উপজেলা মৎস্যজীবিলীগ ।

সোমবার সকাল ১০টায় উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে শিশুদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্টিত হয়। সকাল ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মো.রায়হান কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা অধ্যক্ষ মুহিবুর রহমান,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন,উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,সহকারী শিক্ষক জাহিদুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর ও অতিথিরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন