সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি হাজী সিদ্দিকুর রহমান সরকারের ছোট ভাই মাটিকাটা গ্রামের চারু মিয়া সরকার ইন্তেকাল করেছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃতকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ।
তিনি স্ত্রী, ৫ মেয়ে, ৩৫ ছেলে অসংখ্য আত্মীয় স্বজন সহ গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন পূর্বে তিনি হঠাৎ নিজ বাড়িতে হার্ড স্টক করে অসুস্থ হয়ে পড়েন।
পরে পরিবারের লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে কার্ডিলজি বিভাগে ভর্তি করেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করেন।
আজ বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে তার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
নামাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।