Home » তুরস্কের পুলিশ প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন আইজিপি

তুরস্কের পুলিশ প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন আইজিপি

কর্তৃক xVS2UqarHx07
233 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

তুরস্কে ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণরত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) তুরস্কের পুলিশ প্রধান Mehnet Aktash এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, উভয় দেশের পুলিশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া, সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতকালে সাইবার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, ট্রান্সন্যাশাল ক্রাইমসহ অন্যান্য অপরাধ শনাক্ত ও দমন কৌশল নিয়েও মতবিনিময় করেন উভয় দেশের পুলিশ প্রধান।

উল্লেখ্য, আইজিপি ইন্টারপোল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের পুলিশ প্রতিনিধিদল এবং আসিয়ানাপোলের প্রতিনিধিদের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছেন।
তিন দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল (২৫ নভেম্বর) শেষ হবে।
শ্রদ্ধান্তে-
মোঃ কামরুজ্জামান
এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর)
বাংলাদেশ পুলিশ

সূত্রঃ বাংলাদেশ পুলিশ ফেসবুক পেজ

০ মন্তব্য

You may also like

মতামত দিন