চুয়াডাঙ্গা প্রতিনিধি হাফিজুর রহমান:
দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে নগত ১৩ শত টাকা ও জুয়ার বিভিন্ন সরঞ্জম সহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল এর নেতৃত্ব মঙ্গলবার ১৭ আগষ্ট দুপুর পৌনে ৩ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাজহারুল ইসলাম, এস আই নাজিম উদ্দীন, এ এস আই রওশন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা রেল এর কেবিন ঘরের পূর্ব পাশে অভিযান পরিচালনা করেন, এসময় জনৈক মোঃ মকলেছুর রহমানের পরিত্যক্ত বসত ঘরের সন্নিকটে পৌছালে পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় হাতে নাতে ৪ জুয়াড়িকে আটক করে পুলিশ এবং আটককৃত আসামিদের নিকট থেকে নগত ১৩ শত টাকা সহ জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন দর্শনা থানাধীন পরানপুর মাঠপাড়ার মৃত আঃ কুদ্দুস এর ছেলে হুমায়ুন কবির (৪২), একিই থানাধীন রামনগর মাঝপাড়ার মৃত আফসার মন্ডলের ছেলে আবু সাঈদ (৪১), আজিমপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মোঃ আজিজুল ইসলাম (৪৮), এবং সুলতানপুর দক্ষিণ পাড়ার মোঃ আঃ গফুর এর ছেলে আসাদুল ইসলাম।
আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল।