নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বিশ্বাস ১১- ই নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে দলীয় প্রতীক পাওয়াই নেতাকর্মীরা প্রায় ১হাজার মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। আজ বুধবার বিকেলে এ মোটরসাইকেল শোভাযাত্রা হয়।
এসময় মটমুড়াবাসী ও দলীয় নেতাকর্মীর শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত আবুল হাসেম বিশ্বাস উপস্থিত সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি সবার দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি।পরে হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ ও মোটরসাইকেল, মটমুড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় নৌকা নৌকা বলে শ্লোগানে মুখর হয়ে উঠে সমস্ত এলাকা।এদিকে ইউপি নির্বাচনে মটমুড়া ইউনিয়নের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হওয়ার খবর পেয়ে ইউনিয়ন জুড়ে উল্লাস ছড়িয়ে পড়ে।
অপরদিকে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ বেশ খুশি আবুল হাসেম বিশ্বাসকে ইউনিয়নের নৌকা প্রতীক দেয়ায়। তারা বলেন, শেখ হাসিনা মানুষ চিনতে ভুল করেননি। তিনি যোগ্য পিতার যোগ্য উত্তরসুরী, তিনিই সবার আগে বুঝতে পারেন অসহায় গরীব দু:খির সেবা কে করতে পারবে, সেই চিন্তা মাথায় রেখে গণমানুষের নেতা আবুল হাসেম বিশ্বাসকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এ জন্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানান দলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরা।
ইতোমধ্যে আবুল হাসেম বিশ্বাসকে দলীয় মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আবুল হাসেম বিশ্বাসকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। অনেকেই লিখেছেন, “মটমুড়া উন্নয়নকে আরো তরান্বিত ও আওয়ামীলীগকে শক্তিশালী করতে হলে চেয়ারম্যান হিসেবে আবুল হাসেম বিশ্বাসের বিকল্প নেই। নির্বাচনে তিনিই বিজয়ী হবেন ইনশাআল্লাহ” মত এলাকাবাসীর।