Home » দলে হাইব্রিডদের কোন জায়গা নেই- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দলে হাইব্রিডদের কোন জায়গা নেই- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কর্তৃক xVS2UqarHx07
202 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেছেন দলে হাইব্রিডদের কোন জায়গা নেই। আমাদের দরকার ভোট বাড়ানোর নেতা। আমাদের ভোট ভাঙ্গার নেতার প্রয়োজন নেই। যারা ভোট ভাঙ্গার জন্য দল করতে এসেছেন তাদের দল থেকে বের করে দেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ মুজিবুর রহমান এর নামকরণ মুজিবনগর হওয়ার কারণে মুজিবনগরের এক সময় উন্নয়ন হয়নি। একাত্তরের পরাজিত সৈনিকরা মুজিবনগরকে অবহেলিত করে রেখেছিল। বর্তমান সরকার এসে এই মুজিবনগরের উন্নয়ন করছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি রবিবার দুপুরে তাঁর বাসভবনে মেহেরপুর জেলা কৃষকলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে একথা বলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, আতিয়ার রহমান, পলাশ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন