মেহেরপুর প্রতিনিধি:
দাবা ফেডারেশনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুরে দাবা লীগের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দাবা প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
মেহেরপুরের ৮টি ক্লাব দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সদর থানার ওসি শাহদারা খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।