জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:
দামুড়হুদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও আলোচনা,সভা ও বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দামুড়হুদায় পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ। সোমবার সকাল ৯ টার সময় উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সরকারি, বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ সিরাজুল আলম ঝন্টু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সুদীপ্ত কুমার সিংহ,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা, খাতুন কৃষি অফিসার মনিরুজ্জামান,দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিউল কবির ইউসুফ,দামুড়হুদা সদর ইউনিয়ন, চেয়ারম্যান মোঃ হযরত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।