দামুড়হুদা চুয়াডাঙ্গা থেকে জাহাঙ্গীর আলম মানিক:
চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের দুই সন্তানের জননী গৃহবধূ সুফিয়া খাতুনকে (৩০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জাকির হোসেনের বিরুদ্ধে। তবে স্বামীপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জুড়ানপুর ইউনিয়নে ইউপি সদস্য ওই গ্রামের মকলেছুর রহমান জানান, ২০০৪ সালে সুফিয়া খাতুনের সঙ্গে একই গ্রামের মৃত ইসলাম আলির ছেলের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলনে সুফিয়া। তাঁর স্বামী জাকির হোসেন চিকিৎসাও করাচ্ছিলনে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে, নাকি হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয়।
মৃত সুফিয়ার বড় ভাই আব্দুর রশিদ ও ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, ’জাকির হোসেন প্রায়ই আমাদের কাছে যৌতুক দাবি করত। আমাদের সাধ্যমতো অনেক কিছুই দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর তাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে জাকির। সে টাকা আনতে পারবে না জানালে তাদের মধ্যে কলহের সৃষ্ট হয়। এরই জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, স্বামী জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।