জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:
দামুড়হুদা মডোল থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে (১০০) (একশত) বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ আসামি মোঃ মহিউদ্দিন (৪০) কে গ্রেফতার করেন পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে মঙ্গলবার বেলা সারে (০৩) টার সময় এস,আই মোঃ আতিকুর রহমান জুয়েল গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স সহ দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প মোড়স্থ মোঃ জাহিদুল ইসলাম এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে চুয়াডাঙ্গা সদর উক্ত গ্রামের মোঃ মুকুল হোসেনের ছেলে মোঃ মহিউদ্দিন (৪০) (একশত) বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ গ্রেফতার করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।