স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম মানিক:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারিদের মধ্যে করোনা কালীন। সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এই খাদ্য সামগ্রী বিতরন করেন।
উপজেলার ৮৩জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর অভিভাবকের হাতে এই প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিউল কবির ইউসুফ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হযরত আলি,কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান শাহা এনামুল করিম ইনু ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী।