নিজস্ব প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে টিকটকে কোরআন শরিফ অবমাননার অভিযোগে ইমন রায় নামের এক যুবককে গ্রেপ্তার করছে যৌথবাহিনী৷সনাতন ধর্মাবলম্বী ইমন রায় কোরআন শরিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোষ্টে উপজেলার চৌহাট এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে মধ্য রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়৷
জানা যায়,সম্প্রতি ইমন রায় তার নামে ফেসবুক আইডিতে কোরআন শরিফ অবমাননা করে ছবি পোস্ট করে। এতে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে ওঠে। এ নিয়ে উপজেলার চৌহাট এলাকা সহ আশেপাশে তোলপাড় সৃষ্টি হয়৷স্থানীয়রা জানান, পূজা চলাকালীন সময়ে কোরআন শরিফ অবমাননা করে হিন্দু মুসলিমদের মধ্যে কৌশলে দাঙ্গা হাঙ্গামার অকৌশলে লিপ্ত একটি গোষ্ঠী৷ দেশি-বিদেশি কোন চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখে বিচারের দাবী এলাকাবাসীর৷
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক জানান, চৌহাট ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী যুবক ফেসবুকে ধর্মীয় অবমাননাকর কমেন্ট এর কারনে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সে যুবককে ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে৷তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির জানান, ধামরাইয়ে কোরআন অবমাননার এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর অবস্থা তৈরী হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

