Home » নতুন বা’বরি মসজিদের জন্য ইট মাথায় করে আনছেন স্থানীয়রা

নতুন বা’বরি মসজিদের জন্য ইট মাথায় করে আনছেন স্থানীয়রা

কর্তৃক ajkermeherpur
45 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় একই নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই এলাকামুখী মানুষের ঢল নামে; অনেকে মাথায় ইট বহন করে এসে অংশ নেন প্রস্তুতিতে।

সম্ভাব্য উত্তেজনা এড়াতে বেলডাঙা থানা ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাফ, সিআইএসএফ ও বিএসএফ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে এবং ১২ নম্বর জাতীয় সড়কে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।হুমায়ুন কবীর জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে পুলিশ তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং প্রশাসন অনুষ্ঠানকে সহযোগিতা করছে। এদিকে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে—সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো ঠেকাতে এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন