Home » ফুটবল খেলার পরেই স্ট্রোক—চবি শিক্ষার্থী সাকিবের হৃদয়–বিদারক মৃত্যু

ফুটবল খেলার পরেই স্ট্রোক—চবি শিক্ষার্থী সাকিবের হৃদয়–বিদারক মৃত্যু

কর্তৃক ajkermeherpur
47 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ফুটবল খেলার পরেই স্ট্রোক—চবি শিক্ষার্থী সাকিবের হৃদয়–বিদারক মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সহপাঠীরা জানিয়েছেন, সাকিব কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পারিবারিকভাবে মানসিক চাপেও ছিলেন। খেলাধুলার প্রতি প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও অসুস্থ থাকায় তাকে ফুটবল খেলায় অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু খেলাধুলার প্রতি তার ভালোবাসার টানেই তিনি সোমবারের ফুটবল খেলায় অংশ নেন।

খেলার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। কিছুক্ষণ চিকিৎসার পরই তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “আমরা নিশ্চিত হয়েছি আরিফুল ইসলাম সাকিব নামের একজন শিক্ষার্থী মারা গেছেন। বিস্তারিত জানার জন্য আমাদের সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরীকে হাসপাতালে পাঠানো হয়েছে।”

০ মন্তব্য

You may also like

মতামত দিন