নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদ ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,যুবলীগ নেতা জসিম রহমান বকুল প্রমুখ।