নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফেডারেশনের উদ্যোগে মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর খেলায় স্বাগতিক মেহেরপুর জেলা একাদশ জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় স্বাগতিক মেহেরপুর জেলা একাদশ ২-১ গোলে খুলনা জেলা একাদশকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধে খুলনা জেলা একাদশের রায়হান মাঝ মাঠের কিছুটা নিচ থেকে দূরপাল্লার শটে গোল করে খুলনা জেলা দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় মেহেরপুরের হিমেল দর্শনীয় ভাবে গোল করে খেলায় সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের মাথায় মেহেরপুরের দলের অধিনায়ক সেলিম গোল করেছে জয় নিশ্চিত করেন। বাকি সময়টুকু খুলনা জেলা দল প্রচণ্ড চাপ সৃষ্টি করে আরো দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত মেহেরপুর জেলা দল জয় নিয়ে মাঠ ছাড়ে।
মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী খেলা উপভোগ করেন।