Home » বাগেরহাটের মোরেলগঞ্জে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ধর্ষক গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ধর্ষক গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
368 ভিউজ

বাগেরহাটের মোরেলগঞ্জে বাক প্রতিবন্ধি এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে ওই নারীর ভাই বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলার আসামি উপজেলা সদরের কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ২ সন্তানের পিতা বাবু শেখকে (৩০) বেলা ১২ টার দিকে পুলিশ গ্রেফতার করেছে। ধর্ষিতা নারীও ওই একই আশ্রয়নের বাসিন্দা।

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, আজ সকালে আশ্রয়ন প্রকল্পের এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। মামলা রেকর্ড করে আসামিকেও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মমতাজ বেগম বলেন, ধর্ষিত নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ও আসামিকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন