Home » বারাদী বাজারে মাছ ভর্তি আলমসাধুর সাথে ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত

বারাদী বাজারে মাছ ভর্তি আলমসাধুর সাথে ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত

কর্তৃক xVS2UqarHx07
174 ভিউজ

আমঝুপি অফিস:

বারাদী বাজারে মাছ ভর্তি আলমসাধুর সাথে ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, যুগিন্দা গ্রামের হার্ডওয়ার ব্যবসায়ী মোঃ আজিবার (৫০), বড়শিবাড়ি গ্রামের মোঃ সাদু (৬০), ও মমিনপুর গ্রামের পান ব্যবসায়ী মোঃ আফসার উদ্দিন (৬৫), এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বারাদী বাজারের বিএডিসি ফার্মগেটের সামনে ঘটনাটি ঘটে।

স্হানীয়দের সহযোগিতায় দমকলকর্মীরা হতাহতদের উদ্ধার করে মেহেরপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে, দ্রুততারা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন