Home » বিসর্জনের মধ্য দিয়ে জেলার শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘোষণা।

বিসর্জনের মধ্য দিয়ে জেলার শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘোষণা।

কর্তৃক ajkermeherpur
59 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে আমঝুপি শ্রী শ্রী রাধামাধব মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির থেকে একযোগে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বিসর্জন উপলক্ষে আমঝুপি সহ শহরের বিভিন্ন স্থানে ছিল আনন্দ-উচ্ছ্বাস আর ভক্তদের ঢল। ঢাক-ঢোলের বাদ্য ও ভক্তিমূলক সংগীতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ধর্মীয় রীতি মেনে দেবী দুর্গাকে বিদায় জানানোর সময় অনেক ভক্তের চোখে ঝরেছে আবেগের অশ্রু।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট।

বিসর্জনের মধ্য দিয়ে মেহেরপুর জেলার শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন