Home » বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মেহেরপুর ছাত্রদলের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মেহেরপুর ছাত্রদলের দোয়া মাহফিল

কর্তৃক ajkermeherpur
57 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মেহেরপুর জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

মেহেরপুর জেলা ছাত্রদলের অধীনস্থ মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মুন্নাফ শেখ।
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাতুল।

দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জাতীয় রাজনীতিতে দ্রুত সক্রিয় প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া জাতির গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক। তার সুস্থতা কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, কর্মীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ছাত্রদল সদস্যরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন