Home » মরহুম আতিয়ার রহমান স্মৃতি স্বরণে ফ্রী মেডিকেল ক্যাম্প

মরহুম আতিয়ার রহমান স্মৃতি স্বরণে ফ্রী মেডিকেল ক্যাম্প

কর্তৃক xVS2UqarHx07
306 ভিউজ

ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস:

মরহুম আতিয়ার রহমান-এর স্মৃতি স্বরণে-দুস্থ,অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প’র আয়োজন করা হয়েছিলো!

বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন সংস্থা ও রাজশাহী এপোলো হাসপাতাল আয়োজিত এই ফ্রী মেডিকেল ক্যাম্প কুষ্টিয়া, ভেড়ামারা উপজেলায় গোলাপনগর দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রায় ৭৫০ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। সুন্দর সাচ্ছন্দ্য পরিবেশে এই সেবা গ্রহন করেছে এলাকার সর্বস্তরের মানুষ।।

এমন মহৎ উদ্যোগ কে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।।
সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক- মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মহন বলেন- মানুষের সেবায় আমি সব সময় কাজ করে যাচ্ছি। সাথে বাউস টিম সব সময় আছে।
বাউস শুধু উদ্যোক্তা গ্রুপ নয়, মানবতার গ্রুপ ন্যায় কাজ করে যাচ্ছেন বিভিন্ন ভাবে। এই সেবা সব সময় চলমান থাকবে।

গ্রুপ এডমিন শরিফুল ইসলাম বলেন- বাউস প্রতিষ্ঠাতা জীবন রহমান মহন-এর পিতা মরহুম আতিয়ার রহমান স্মৃতি স্বরণে ফ্রী মেডিকেল ক্যাম্প সবাইকে নিয়ে সুন্দর ভাবে শেষ করতে পেরে সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এমন মানবতার কাজ আমরা সব সময় করে থাকি, বাউস শুধু উদ্যোক্তা নয়, মানবতার গ্রুপ নামে পরিচিত।

গ্রুপ এডমিন মো: আই কে তামিম বলেন- মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মহন-এর পৃষ্ঠপোষকতায় আজকের ফ্রী মেডিকেল ক্যাম্প অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠিত হয়েছে।
এলাকার সর্বস্তরের মানুষ এই সেবা গ্রহন করেছে বলে তিনি বলেন।
এমন মহৎ কাজের সাথে বাউস সময় সবার আছে এবং থাকবে।

রাজশাহী এপোলো হাসপাতাল-এর কর্ণধার জনাব সরোয়ার জাহান টিটু বলেন- সেবা বান্ধব প্রতিষ্ঠান রাজশাহী এপোলো হাসপাতাল সব সময় মানব সেবায় নিয়োজিত। তার-ই ধারাবাহিকতায় বাউস, রাজশাহী এপোলো হাসপাতাল যৌথ উদ্যোগে আজকের ফ্রী মেডিকেল ক্যাম্প সফল ভাবে শেষ হয়েছে ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন