Home » মহেশপুরে নেপা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মহেশপুরে নেপা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কর্তৃক xVS2UqarHx07
143 ভিউজ

মোঃহাসান আলী, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল,আলোচনা সভা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জদুল ইসলাম সাজ্জাদ বলেছেন এত উন্নয়নের পরও যারা দেশরত্ন শেখ হাসিনা কে ক্ষমতাচূত করতে চায় তাদের কে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আগামী মাস থেকে সম্মেলনের কাজ শুরু করা হবে। দলে আদর্শবান গতিশীল নেতৃত্ব তেরী করে দেশরত্ন শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে। তিনি সোমবার বিকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন।

নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সামছুল আলম মৃধার
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃশফিকুল আজম খাঁন চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর,নেপা ইউনিয়নের সাবেক সভাপতি আলাউদ্দিন মাষ্টার, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ আলহাজ্ব শফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক এম এ আসাদ,নাটিম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাশেম মাষ্টার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্বাস আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান,পান্তাপাড়া ইউনিয়নের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডঃআল আমিন পারভেজ পিন্স,কৃষক লীগ নেতা নিখিল কুমার গাঙ্গুলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের সকল অঙ্গশ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন,আবুল হাশেম মৃধা।
এ সময় তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা ও বঙ্গবন্ধুর সপরিবারের হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।এর পর আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মানুষের মাঝে খাবার ্বিতরণ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন