ঝিনাইদহ প্রতিনিধি মোঃরমজান আলী:
ঝিনাইদহের মহেশপুরে সোমবার দিবাগত রাত পোনে ৮টার সময় উপজেলার দত্তনগর চার রাস্তার মোড় থেকে ফেন্সিডিল ও ট্রাকসহ দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই সুব্রত ও এসআই সাগর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ¯^রুপপুর ইউপি’র গুড়দাহ টু দত্তনগর রোড়ের চার রাস্তার মোড় থেকে রাখালভোগা গ্রামের আইনাল হোসেনের ছেলে মহাসিন আলী(২৬) এবং পার্শ্ববর্তী কোটচাঁদপুর থানার হরিনদীয়া গ্রামের রওশন আলীর ছেলে নয়ন রহমান(২৫)কে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি ট্রাক আটক করে। যার নং-ঢাকা মেট্রো-ট-১৩-৮২২১।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামীদ্বয়কে আদালতে প্রেরণ হয়েছে।