Home » মহেশপুরে যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে স্বামী-স্ত্রী আটক

মহেশপুরে যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে স্বামী-স্ত্রী আটক

কর্তৃক xVS2UqarHx07
215 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার বাংলাদেশের (৫৮বিজিবি)একটি দল।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরের দিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম তাদের আটক করে ৫৮বিজিবি।

আটকরা হলেন- ফরিদপুর জেলার সালথা থানার কাগদী চান্দাখোলা গ্রামের মৃত কাঞ্চু সরদারের ছেলে খায়ের সরদার (২৩) এবং খায়ের সরদারের স্ত্রী আমেনা খাতুন (২২)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন