ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, বুধবার সকালে মহেশপুর উপজেলার বাথানাগাছি গ্রামের বীর মুক্তি যোদ্ধা তোজাম্মেল হোসেন বিশ্বাস মোটর সাইকেল যোগে বাড়ী হতে বেলেমাঠ বাজারে আসার পথে ছোটপোল নামক স্থানে ধান বোঝাই গরুর গাড়ী রাস্তায় উঠার সময় মুখোমুখি সংঘর্ষ হলে তিনি আহত হয়। তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা শুনেছি সড়ক দূর্ঘটনায় বীর মুক্তি যোদ্ধা তোজাম্মেল হোসেন বিশ্বাস মারা গেছে । তবে কেউ এখনও অভিযোগ করেনি ।অভিযোগ পেলে ব্যবস্তা নেওয়া হবে।