ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
ঝিনাইদহের মহেশপুরে বৃহস্পতিবার সকাল ১১টার সময় মহেশপুর উপজেলা মাধ্যমিক নিম্ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’র ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
জি,এইচ,জি,পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ে ত্রি -বার্ষিক সম্মেলনে মহেশপুর উপজেলা মাধ্যমিক নিম্ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’র সভাপতি মোঃ ওয়ায়েজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ -৩ এর ( মহেশপুর- কোটচাঁদপুর) মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ময়জদ্দীন হামিদ, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মামুনুল করির, মহেশপুর পৌর মেয়র মোঃ আব্দুর রশিদ খাঁন, মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম। অনুষ্টানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে অবহিত করবো মাধ্যমিক পর্যায়ে যাতে দ্রুত জাতীয়করণ করা হয় এবং তাদের দাবিগুলো বাস্তবায়ন হয়।
এছাড়া মাননীয় জাতীয় সংসদ সদস্য তার নিজস্ব তহবিল হতে মহেশপুর উপজেলা মাধ্যমিক নিম্ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’র অফিসঘর মেরামতের জন্য এক লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষনা দেন।