Home » মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক-১০

মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক-১০

কর্তৃক xVS2UqarHx07
206 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃরমজান আলী:

শুক্রবার দিবাগত রাতে মহেশপুর মাটিলা ও শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার অপরাধে নারী ও শিশুসহ ১০জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

৫৮ বিজিবি’র উপ পরিচালক তসলিম মো. তারেক জানান,অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে গোপন সংবাদের ভিত্তিতে মাটিলা ও শ্যামকুড় বিওপি’র টহল দল তালসার মাঠের ভিতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার মির্জাপুর গ্রামের মৃত কামাল ব্যাপারীর স্ত্রী কবিতা আক্তার (৪০),একই গ্রামের খোকনের মেয়ে নদী আক্তার (৩২) ও হোসেন আলী (২২),একই থানার পাল্লা গ্রামের ওমর ফারুকের ছেলে মনিরুল মন্ডল (১৮) ও রহিম মন্ডলের স্ত্রী ফাতেমা (২৮) এবং ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার সলেমানপুর গ্রামের জামাল হোসেনের ছেলে সাঈদ হোসেন (১৬), যশোর জেলার বাঘারপাড়া থানার ঘোড়ানাছ গ্রামের মৃত সুবল চন্দ্র বিশ্বাসের ছেলে রমেশ চন্দ্র বিশ্বাস (৬৪), একই জেলার ঝিকরগাছা থানার সেকেন্দকাঠি গ্রামের জুলফিকার আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), শরিয়তপুর জেলার পালং থানার পাটনিগাও গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে কমল মন্ডল (৩৪), ফরিদপুর জেলার সদরপুর থানার হাটকৃষ্ণপুর গ্রামের জিতেন্দ্র চন্দ্র রায়ের ছেলে বিমল চন্দ্র রায় (৫৮)। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। শনিবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন