মহেশপুর প্রতিনিধি মোঃ হাসান আলী:
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার ১১টার সময় উপজেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে(১২থেকে১৭) বছরের ছাত্র-ছাত্রীদের মাঝে কোভিড-১৯ টিকা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আমজাদ হোসেনর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা.রাজু আহমেদ( ভারপ্রাপ্ত),এসময় উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃহাসিবুস সাত্তার জমির এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, উপজেলার ১৪,০০০ জন শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে।