“মাস ব্যাপী শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রয়েছে মোমেনশাহী দর্পণের, প্রতি দিন ১০জনকে শীতবস্ত্র প্রদান করে থাকে”
নিজস্ব প্রতিবেদকঃ খুলনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা সৃজনশীল সাহিত্য বিকাশে….. “মোমেনশাহী দর্পণ” এর মাস ব্যাপী শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
সোমবার (৩১জানুয়ারি-২২) সন্ধ্যা ৭ঘটিকায় খুলনা স্কুল অনলাইন এডুকেশন অফিসে মোমেনশাহী দর্পণ ও আমরা জনতার বন্ধু (আজব)’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত মানেই দুর্বিষহ এক জীবন সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের জন্য। আমরা মোমেনশাহী দর্পণ পরিবার প্রতিবারের মতো এবার উদ্যোগ নিয়েছি দক্ষিণাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে, তীব্র শীতের মাঝে একটু উষ্ণতা উপহার দিতে। প্রতিবছর আমরা ছুটে যাই সুবিধাবঞ্চিত মানুষদের কাছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা জনতার বন্ধু (আজব) ও মোমেনশাহী দর্পণ মানুষের মাঝে মানবতার কাজে এই শ্লোগান হৃদয়ে লালন করে উদ্যোগ নিয়েছি মাস ব্যাপী শীতবস্ত্র বিতরণের কাজ। আমাদের প্রচেষ্টা থাকবে সুবিধাবঞ্চিত শীতার্ত অন্তত ১০০ পরিবারকে সহযোগিতা করার। এই পুরো কর্মযজ্ঞ সম্পন্ন করতে আপনাদের সকলের সহযোগিতা এবং আর্থিক অনুদান অত্যন্ত জরুরী। আমরা চাই এই ভালো কাজে প্রত্যেকের অংশগ্রহণ থাকুক, সবাই মিলে আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াই।
আমাদের এই মানুষের পাশে দাঁড়ানো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্যোগে আপনিও অংশগ্রহণ করুন সাধ্যমতো ডোনেশন প্রদানের মাধ্যমে। আজকের শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সবুজ পাতার দেশে সংগঠনের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম টিটু, মোমেনশাহী দর্পণের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জুবায়েদ হোসেন ও আজবের নির্বাহী সদস্য মোঃ হায়দার আলী।