Home » মুজিবনগরে ভৈরব নদীতে অভিযান : ১০টি অবৈধ জাল জব্দ ও ধ্বংস।

মুজিবনগরে ভৈরব নদীতে অভিযান : ১০টি অবৈধ জাল জব্দ ও ধ্বংস।

কর্তৃক xVS2UqarHx07
109 ভিউজ

আমঝুপি অফিস:

 

মুজিবনগরে ভৈরব নদীতে অভিযান : ১০টি অবৈধ জাল জব্দ ও ধ্বংস

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর ব্রিজ সংলগ্ন ভৈরব নদীতে পরিচালিত এক বিশেষ অভিযানে ১০টি অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

 

বুধবার ২১ই মে দুপুর ১২টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও মুজিবনগর থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। নদীর বিভিন্ন স্থানে পাতানো জালগুলো তুলে এনে তাৎক্ষণিকভাবে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।

 

স্থানীয় মৎস্যজীবীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, অবৈধ জাল ব্যবহারের ফলে নদীর প্রাকৃতিক মাছের প্রজনন হুমকির মুখে পড়ছে। নিয়মিত অভিযান মাছের প্রজনন ও সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন