Home » মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে মাদক গাঁজা সেবন করার অপরাধে এক যুবকের ১ বছরের কারাদন্ড

মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে মাদক গাঁজা সেবন করার অপরাধে এক যুবকের ১ বছরের কারাদন্ড

কর্তৃক xVS2UqarHx07
276 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মুজিবনগরে নিষিদ্ধ মাদক গাঁজা সেবন করার অপরাধে আশিকুজ্জামান নামে এক যুবকের ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্মমান আদালত।

শনিবার সাকাল সাড়ে ১১ টার সময় ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এই আদেশ প্রদান করেন। সাজা প্রাপ্ত গাঁজা সেবনকারী আশিকুজ্জামান (২৪) উপজেলার বাগোয়ান গ্রামের বক্স পাড়ার ডাবলু শেখ এর ছেলে।

ভ্রাম্মমান আদালত সৃত্রে জানা গেছে গোপন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার, মুজিবনগর থানার অফিসার ইনচার্য (তদন্ত)শরিফুল ইসলাম,রতনপুর আইসি পুলিশ ক্যাম্প এর ইনচার্য এস আই শরিফ হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে বাগোয়ান গ্রামের মাকালের আম বাগানে গাঁজা সেবন করা অবস্হায় আশিকুজ্জামানকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে নিয়ে আসে। সেখানে ভ্রাম্মমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন