Home » মুজিবনগরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ একজন আটক

মুজিবনগরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ একজন আটক

কর্তৃক xVS2UqarHx07
217 ভিউজ

মুজিবনগরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ একজন আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল উপজেলার যতারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে যতারপুর গ্রামের মরহুম মাদার আলী বিশ্বাসের পুত্র মো. বিল্লাল হোসেন (৪২)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার শয়নকক্ষের ওয়ারড্রোব থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে সেনাবাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন