Home » মুজিবনগর বিজিবির অভিযানে নেশা জাতিয় দ্রব্য ও অবৈধ ভারতীয় মালামালসহ  ৪ জন আটক ।

মুজিবনগর বিজিবির অভিযানে নেশা জাতিয় দ্রব্য ও অবৈধ ভারতীয় মালামালসহ  ৪ জন আটক ।

কর্তৃক xVS2UqarHx07
89 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মুজিবনগর বিজিবির অভিযানে নেশা জাতিয় দ্রব্য ও অবৈধ ভারতীয় মালামালসহ  ৪ জনকে আটক

 

মেহেরপুরের মুজিবনগর বিজিবির অভিযানে নেশা জাতিয় দ্রব্য ও অবৈধ ভারতীয় মালামালসহ মানিক, লালটু মিয়া,জাকিরুল হোসেন এবং একরামুল হক নামের ৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ফেনসিডিল, একুরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

 

আটক মানিক আনন্দবাস পূর্বপাড়ার জহির খানের ছেলে, লালটু মিয়া নুর বক্সের ছেলে, জাকিরুল হোসেন রিয়াজ মল্লিকের ছেলে এবং একরামুল হক সোনাপুর মাঝপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার ভোরের দিকে বিজিবি সদস্যরা মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান চালান।

 

এসময় ৬২৬ টি নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন , ৭৫০ পিস একুরিয়াম মাছ, ৫ বোতল ফেন্সিডিল ও ২ টি মোটরসাইকেল সহ মানিক লালটু, মিয়া,জাকির হোসেন এবং একরামুল হককে আটক করেন। এ ঘটনায় মুজিবনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন