আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের মুুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামে বজ্রপাতে শাহাবুদ্দিন (৩৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বিদ্যাধরপুর গ্রামের মাঠে এঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের মৃত্যু আলী হোসেনের ছেলে।
জানা গেছে ঘটনার সময় শাহাবুদ্দিনসহ কয়েকজন কৃষক মাঠে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দারিয়াপুর লাউ গড়ার মাঠ নামক স্থানে পৌছালে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টি চলার সময় বজ্রপাতে আঘাত হানে। এ সময় বজ্রপাতে শাহাবুদ্দিন ঘটনাস্থলে নিহত হন।
প্রত্যক্ষদর্শী একই গ্রামের হাবিবুর জানান, তারা ৩ জন মাঠের কাজ শেষ করে বাড়ীতে আসার সময় দারিয়াপুর লাউ গড়ার মাঠ নামক স্থানে পৌছালে বজ্রপাতে আঘাত আনলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করে মুুজিবনগর থানা পুলিশ। নিহত শাহাবুদ্দিনের স্ত্রী সহ ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।