স্টাফ রিপোর্টার গাংনী:
মেহেরপুরের গাংনীতে অটোর ধা’ক্কা’য় তানিশা খাতুন (৭) নামের এক কন্যা শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাড়াডোব কাচারি বাজার এলাকায় এ দু’র্ঘ’ট’না ঘটে।
নি’হ’ত তানিশা খাতুন গাড়াডোব কাচারি বাজার পাড়ার বাসিন্দা তামিম ইকবালের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে তানিশা বাড়ির পাশে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটো তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তানিশার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ ছোট্ট তানিশাকে জান্নাত নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দান করুন—এমন দোয়া করছেন স্থানীয়রা।

