Home » মেহেরপুরের পক্ষ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

মেহেরপুরের পক্ষ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

কর্তৃক xVS2UqarHx07
192 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখা’র পক্ষ থেকে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর), বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখা’র পক্ষে আইনজীবী সমিতির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, আইনজীবী জিল্লুর রহমান, নির্বাহী সদস্য মোকলেছুর রহমান, আনোয়ার হোসেন, আবু সালেহ মোহাম্মদ নাসিম, নাজমুন্নাহার, আফরোজা বেগমসহ জাতীয়তাবাদী আইনজীবীগণ উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান করেন।

এসময় মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপি গ্রহণ করেন।
এর পূর্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন