নিজস্ব প্রতিবেদক:
মুজিবনগর উপজেলার পুরনন্দপুর গ্রামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরনন্দপুর গ্রামে কল্পনা খাতুন (৪০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে নিজ ঘরের মধ্যে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে কল্পনা খাতুনের ছেলে হাসান আলী(২০) মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। নিহতা কল্পনা খাতুন পুরনন্দপুর গ্রামের আসান আলীর স্ত্রী। এলাকাবাসীর দাবি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ম
য়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।