মেহেরপুর জেলার অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শনিবার (১৭ জানুয়ারি) পুলিশ লাইন্স ড্রিলশেডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পুনাক মেহেরপুর শাখার সভানেত্রী টুম্পা সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, পুনাক মেহেরপুর শাখার সহ-সভানেত্রীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
পুনাক সূত্রে জানানো হয়েছে, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
