Home » মেহেরপুরে ইটভাটার মালিক নিখােঁজ হওয়ার ৩দিন পর গাংনী সড়কের ইটভাটার নিকট থেকে উদ্ধার

মেহেরপুরে ইটভাটার মালিক নিখােঁজ হওয়ার ৩দিন পর গাংনী সড়কের ইটভাটার নিকট থেকে উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
142 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবরপাড়ার গ্রামের শওকত আলীর ছেলে ও সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে অবস্থিত ইটভাটার মালিক আকাশ হােসেন (৩০) নিখােঁজ হওয়ার ৩দিন পর জেলার গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ-হিজলবাড়ীয় সড়কের আফজাল হােসেনের ইটভাটার নিকট থেকে উদ্ধার হয়েছে। রবিবার দিবাগত রাত ৮টার দিকে উদ্ধার হয়।

স্থানীয়রা জানান,আকাশ রাতে হিজলবাড়ীয়া মাঠের দিক থেকে ওই গ্রামের একটি মহল্লায় গিয়ে অসুস্থ্য অবস্থায় আশ্রয় নেন। উদ্ধারকৃত আকাশ জানান, আমি গত ৩দিন আগে দুরপাল্লার বাসযােগে মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঝিনাইদহ কাছাকাছি স্থান থেকে কৌশলে আমাকে অপহরণ করা হয়। পরে আমাকে এই হিজলবাড়ীয়া গ্রামের মাঠে ফেলে যায় অপহরণকারীরা। এদিকে,খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে রওনা দিয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন